চাঁদপুরের মতলব উত্তর থানায় তিন মামলার আসামি মোঃ কবির হোসেনকে গ্রেফতার হয়েছে। সে উপজেলার মুক্তিরকান্দি গ্রামের রওশন খানের ছেলে।
থানা সূত্র জানায়, ওসি মোঃ মিজানুর রহমানের নির্দেশে এসআই ফিরোজ আলম, এসআই হেলালউদ্দিন, এএসআই কামাল ও এএসআই আনিসুর রহমান ও ফোর্সের সমন্বয়ে গঠিত মতলব উত্তর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জে অভিযান চালায়।
মতলব উত্তর থানার তালিকাভূক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী ও তিনটি মাদক মামলার আসামি দীর্ঘদিন ধরে ফেরারী থাকা মোঃ কবির হোসেন'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে সোমবার (১ জুলাই) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মাদক সম্রাট কবির মতলব উত্তর, কুমিল্লা সদর দক্ষিণ ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার নিম্নবর্ণিত তিনটি মাদক মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সে অনেক বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। কিন্ত পাশের জেলায় গিয়ে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি তার।
কবির যেসব মামলার আসামি
১। দায়রা মামলা নং- ১২৩৭/১০, সদর দক্ষিণ থানার মামলা নং- ৬২, তাং- ২৭/০৩/১০, ধারা- ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩(ক), জিআর ১৮৮/১০ এর ২ বছরের সাজাপ্রাপ্ত, ১০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড।
২। মতলব উত্তর থানার মামলা নং- ০৩, তারিখ- ১৬/০২/০৮ইং ধারা- ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৭(ক), জিআর ১৫/০৮ এর ০১ বছরের সশ্রম কারাদন্ড, ৫০০০ টাকা অর্থ দন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত।
৩। গজারিয়া থানার মামলা নং- ৩২ (১১)১০, ধারা- ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৭(ক) এর ৬ মাসের সশ্রম কারাদন্ড, ২০০০ টাকার অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত।