পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা আল গাজ্জালি ইসলামিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র হাবিবুল্লাহ বাবুর (১৪) হত্যার বিচারের দাবি জানিয়েছেন তার মা হেরিয়া বেগম।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে হত্যাকারীদের বিচারের দাবিতে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই মিজানুর রহমান। এ সময় নিহত বাবুর মা অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী একটি পরিবারের সদস্যরা তার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করে।
এ ঘটনায় নিহত বাবুর ভাই ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও, পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
এছাড়া মামলার আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য মোবাইলে ও সরাসরি হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, গত ২মে রাতে বাড়ির পাশের একটি বাগান থেকে গলায় ওড়না পেচিয়ে গাছের সাথে বাধা অবস্থায় বাবুর মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
হত্যাকান্ডের ঘটনায় মৃতের বড় ভাই মিজানুর রহমান ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে ৫মে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করেন। বর্তমানে পিরোজপুর পিবিআই মামলাটির তদন্ত করছে।