কক্সবাজারের চকরিয়া উপজেলায় আগামী সপ্তাহ থেকে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে।
২০০৪ সালের পহেলা জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন, তাদের তথ্য সংগ্রহ করা হবে।
প্রসঙ্গত, এবার ২০০১, ২০০২, ২০০৩ ও ২০০৪ সালের পহেলা জানুয়ারি বা তার আগে জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে ২০০১ ও ২০০২ সালের ১লা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের নাম ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের শুধুমাত্র তথ্য সংগ্রহ করে রাখা হবে।