বিয়ে করার কথা বলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৭ বছরের এক কিশোরীকে পাশের উপজেলা সোনাইমুড়ীর বজরা ইউনিয়নে নিয়ে গিয়ে বন্ধুরা মিলে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনার পর কিশোরীর কথিত প্রেমিক রফিকুল ইসলাম জয়কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুন) সকালে ওই কিশোরী বাদী হয়ে তিনজনকে আসামি করে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন, রফিকুল ইসলাম জয় (২৬), সাজ্জাদ হোসেন বাবু (২৮) ও সাইফুল ইসলাম (২০)।
পুলিশ জানায়, বেগমগঞ্জের আপানিয়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জয় গত বুধবার ওই কিশোরীকে বিয়ের কথা বলে সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের রসুলপুর গ্রামের সাজ্জাদ হোসেন বাবুর বাড়িতে নিয়ে যান।
পরে ওই দিন রাত থেকে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত জয়, বাবু ও সাইফুল পাঁচবার কিশোরীকে গণধর্ষণ করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসলে তারা গভীর রাতে থানায় খবর দেয়।
এই বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে মামলার প্রধান আসামি জয়কে আটক করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।