ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জের টামটায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কুমিল্লা বেসরকারী সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রী কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার আল মামুনের মেয়ে আনিকা তাহসিন ও বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের সফিকুর রহমানের স্ত্রী রওশনারা ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় আহত হয় আরো ১০ জন। আহতদেরকে চান্দিনা ও দাউদকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ি ও লাশ উদ্ধার করেছে।
হাইওয়ে ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট নয়ন জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী রয়েল পরিবহনের শিতাতপ নিয়ন্ত্রিত একটি যাত্রীবাহী বাস টামটায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারায়। এসময় বাসটি উল্টে খাদে পড়ে যায়।