Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০৯:৫৬ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০৯:৫৬ PM

bdmorning Image Preview


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জের টামটায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কুমিল্লা বেসরকারী সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রী কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার আল মামুনের মেয়ে আনিকা তাহসিন ও বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের সফিকুর রহমানের স্ত্রী রওশনারা ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় আহত হয় আরো ১০ জন। আহতদেরকে চান্দিনা ও দাউদকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ি ও লাশ উদ্ধার করেছে।

হাইওয়ে ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট নয়ন জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী রয়েল পরিবহনের শিতাতপ নিয়ন্ত্রিত একটি যাত্রীবাহী বাস টামটায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারায়। এসময় বাসটি উল্টে খাদে পড়ে যায়।

Bootstrap Image Preview