Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অ্যাম্বুলেন্সে করে ক্লিনিক মালিকের মাদক পাচার

ফটিকছড়ি প্রতিনিধি:
প্রকাশিত: ০১ জানুয়ারী ১৯৭০, ০৬:০০ AM
আপডেট: ২৭ জুন ২০১৯, ১০:২৪ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের সেবা ক্লিনিক এন্ড নার্সিং হোমের অ্যাম্বুলেন্সে করে মাদক নেয়ার সময় মাদকদ্রব্যসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের।

বুধবার (২৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার নাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ সময় অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পুলিশ মাদকদ্রব্যসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার এস.আই আরিফুল ইসলাম অপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাদকদ্রব্যসহ অ্যাম্বুলেন্সটি আটক করি। এ ঘটনায় ফটিকছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

অপরদিকে এ ঘটনা জানাজানি হলে নাজিরহাটের সচেতন মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, এটা চরম অন্যায়। বেশ কয়েকটি ক্লিনিকের বিরুদ্ধে এমন অভিযোগ অনেক পুরোনো। এই ক্লিনিকটিকে সবার বয়কট করা উচিত।

এ ব্যাপারে নাজিরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাসেল উদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযোগ আছে ক্লিনিকটির অ্যাম্বুলেন্সে করে অনেক আগে থেকে মাদক পাচার করা হচ্ছে। প্রতিষ্ঠানের একজন মালিক এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

 

Bootstrap Image Preview