মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২৬ জুন) সকাল ৮টায় এই ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুর্ব হিঙ্গুলী গ্রামের নয়াপাড়া এলাকার আবুল খায়েরের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য শামসুদ্দিন জানান, ঘটনার দিন সকাল ৮টার সময় ঘরের জানালা খুলতে গিয়ে আগে থেকে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।