চট্টগ্রামের পটিয়া সড়কে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১৭ জন যাত্রী দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে পটিয়ার ডাক বাংলো মোড়ে এই ঘটনা ঘটে। গাড়িটি চট্টগ্রাম বিমানবন্দরে এক প্রবাসীকে বিদায় দিয়ে সাতকানিয়ার ধর্মপুরে যাচ্ছিল।
দগ্ধ তিন শিশুসহ ১৭ জনের মধ্যে ১২ জনের শ্বাসনালী আংশিক পুড়ে গেছে। তাদের সবার অবস্থা আশংকাজনক। এর মধ্যে সাড়ে ৩ বছর বয়সী শিশু আদিবের শ্বাসনালী ২৫ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তার অবস্থা সবচেয়ে বেশি আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ১৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মো. রুবেল (২২), মোহাম্মদ মামুন (১৯), মোহাম্মদ আব্দুল আলম (২০), মোহাম্মদ ইদ্রিস (৫০), সাইদুর রহমান (১৬), বেলাল হোসেন (২২), মো. সোহাগ (১৩), মো. হেলাল (২২), মোহাম্মদ আরিফ (১৩), মোহাম্মদ জহির (১৭), তৌহিদুল ইসলাম (২৮), আবুল কালাম (৪৫), আরিফ হোসেন (৩ বছর ৬ মাস), দেলোয়ার হোসেন (২০), জাহাঙ্গীর আলম (৩৫) ও মো. সাদেক (১৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. নারায়ণ ধর বলেন, এদের সবার দেহের ৩০ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পটিয়া ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার রুপক কান্তি সরকার জানান, চট্টগ্রাম হতে সাতকানিয়া ধর্মপুরগামী একটি মাইক্রোবাসকে পেছন দিক হতে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে পাঠিয়েছি। তাদের সবাই কম বেশি দগ্ধ হওয়ায় চিকিৎসকরা আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে সাতকানিয়ামুখি একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্টো- চ-১৩-৩০৬৬) এসির কম্প্রেসারে আগুন ধরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে মাইক্রোবাসটির ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছে।
তিনি আরও বলেন, মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার ঠিক আছে। এসির কম্প্রেসার বিস্ফোরিত হয়ে গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গাড়িটি থানায় নেয়া হয়েছে।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই আলাউদ্দিন বলেন, পটিয়া থেকে অগ্নিদ্বগ্ধ ১৬ জনকে আনা হয়েছে। তাদের বার্ণ ইউনিটে ভর্তি করা হচ্ছে। আগুনে তাদের প্রত্যেকের শরীর ও মুখমন্ডল ঝলসে গেছে।