অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে চট্টগ্রামের পতেঙ্গায় সাগর পাড়ে নিহত স্কুল শিক্ষার্থী তাসফিয়া আমিনের বাবা টেকনাফের মো. আমিনের (৪২) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯ জুন) ডবলমুরিং থানায় দুর্নীতি দমন আইনে মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।
মামলায় মো. আমিনের বিরুদ্ধে ৬ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩২ লাখ ২৯ হাজার ৩৫৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন বলেন, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে মো. আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন এ মামলার বাদি।
মামলার এজাহার অনুযায়ী যায়, ২০১৮ সালের ২০ জুন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এ সম্পদ বিবরণী দাখিল করেন মো. আমিন। সম্পদ বিবরণীতে নিজ নামে মোট ১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৫৮৫ টাকার অস্থাবর সম্পদ প্রদর্শন করেন তিনি।
কিন্তু দুদকের অনুসন্ধানে ১ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৯৩৮ টাকার সম্পদের তথ্য পান দুদকের অনুসন্ধান কর্মকর্তা মো. শরীফ উদ্দীন। এছাড়া ৬ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্যও পেয়েছেন দুদক কর্মকর্তা।
এদিকে মো. আমিনের বিরুদ্ধে দায়ের করা দুদকের মামলা নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলেছে মাত্র এক বছর আগে মর্মান্তিক ভাবে মারা যায় তার একমাত্র কন্যা অষ্টম শ্রেনীয় ছাত্রী তাসফিয়া।
এ ঘটনায় বাবা আমিন মেয়ের বন্ধু আদনানের বিরুদ্ধে মামলা করলেও এখনো পর্যন্ত ন্যায় বিচার পায়নি। মামলাটি পুলিশ চুড়ান্ত রিপোর্ট দেয়। এরই মাঝে আবার আমিনের বিরুদ্ধে দুদকে মামলা। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্নে উঠেছে।