নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াসহ নদী পথের ত্রাশ শীর্ষ জলদস্যু ফরিদ কমান্ডারকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে হাতিয়া কোস্টগার্ড পুলিশ।
মঙ্গলবার (১৮ জুন) ভোরে হাতিয়ার সোলেমান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরিদ কমান্ডার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী গ্রামের সালেহ আহমদের ছেলে।
এ সময় তার কাছ থেকে ৪টি বন্দুক, ৩ রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছুরিসহ অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
সকাল ৯টায় নোয়াখালী জেলা শহরের সার্কিট হাউসে হাতিয়া কোস্টগার্ডের লেফট্যানেন্ট এম হামিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ফরিদ কমান্ডার নদী পথে ডাকাতি, হত্যা, ধর্ষণ ও অপহরণ কর্মকান্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নোয়াখালীর সদর, সুবর্ণচর, হাতিয়া ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, জেলে অপহরণসহ বিভিন্ন অপরাধে ২২টিরও বেশি মামলা রয়েছে। এছাড়াও অস্ত্র উদ্ধারের ঘটনায় হাতিয়া থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।