Bootstrap Image Preview
ঢাকা, ১৩ শনিবার, জুলাই ২০২৪ | ২৯ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্মমৈথুনের ব্যাখ্যা দিলেন কিয়ারা আদভানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০৩:১৯ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ০৩:১৯ PM

bdmorning Image Preview


বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। বলিউডে এই লাস্যময়ী নায়িকার অভিষেক হয় ‘এম এস ধনি, দ্যা আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে। সেই সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়।

তবে এই নায়িকা এবার আলোচনায় এসেছে ‘লাস্ট স্টোরিজ’ নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে। এই সিনেমায় আত্মমৈথুনের দৃশ্যে তার অভিনয় সবার নজর কেড়েছে।  তার পর থেকেই যেকোনো সাক্ষাৎকারে সেই শুটিংয়ের অভিজ্ঞতা যেন ‘কমন’ প্রশ্ন। বাদ গেল না নেহা ধুপিয়ার শোতেও।

সেই শোতে তাকে ঐ দৃশ্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্বমেহনের দৃশ্যে শুটিং করতে আমার মোটেই অস্বস্তি হয়নি। চিত্রনাট্যের প্রয়োজনেই শুটিং করেছি।তবে এই দৃশ্যে অভিনয়ের জন্য আমাকে একটু প্রস্তুতি নিতে হয়েছে। করণ আমাকে ভাল ভাবে বুঝিয়ে দিয়েছিলেন কি কি করতে হবে। তারপর আমিও পরিশ্রম করেছি। গুললে সার্চ করে দেখেছি কিভাবে ভাইব্রেটর ব্যবহার করে। তাছাড়া পুরোটা আত্মস্থ করতে ‘দ্য আগলি ট্রুথ’- এর মতে একাধিক সিনেমাও দেখেছি।

জয়া আখতার, করণ জোহর, অনুরাগ কাশ্যপ ও দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় চারটি শর্ট ফিল্মের সমন্বয় ‘লাস্ট স্টোরিজ’। এর মধ্যে করণের গল্পটিতে কিয়ারা এক নববধূর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি স্বামীর সঙ্গে যৌনমিলনে অখুশি। তাই স্বমেহনের মাধ্যমে নিজের যৌনচাহিদা মেটান। কিয়ারার সেই দৃশ্য নিয়ে প্রবল আলোচনা-সমালোচনা হয়েছিল।

Bootstrap Image Preview