Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাগলনাইয়ায় জালভোট-ব্যালেট ছিনতাই, আটক ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ১২:০৬ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ১২:০৬ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট ও ব্যালেট ছিনতাইয়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চারটি ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

সহকারি রিটার্নিং অফিসার জসিম উদ্দিন জানান, সকাল ১০টার দিকে জালভোট দেয়ার অভিযোগে দক্ষিণ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন, মৌলভী সামছুল করিম কলেজ কেন্দ্রে একজনকে আটক করা হয়।

এছাড়া ব্যালেট ছিনতাইয়ের সময় দক্ষিণ যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন এবং চাঁদগাজি স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে আরও একজনকে আটক করেছে পুলিশ।

প্রসঙ্গত, ছাগলনাইয়ায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। আদালতে মামলা থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

Bootstrap Image Preview