Bootstrap Image Preview
ঢাকা, ১৩ শনিবার, জুলাই ২০২৪ | ২৯ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রণবীরকে ব্যাট দিয়ে পেটালেন দীপিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ০৭:০০ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ০৭:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


'৮৩' ছবিতে রণবীর সিংয়ের নায়িকা কে হবে তা নিয়ে হয়েছে বেশ জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত অবসান ঘটেছে সেই জল্পনা-কল্পনার। ‘৮৩’ সিনেমায় রণবীরের বিপরীতে যাকে দেখা যাবে তিনি বাস্তব জীবনেও রণবীরের অর্ধাঙ্গিনী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দীপিকা পাডুকোনই রয়েছেন এই ছবিতে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবের স্ত্রীর ভূমিকায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করে নিজেই সে কথা জানালেন রণবীর সিং।

ভিডিওটিতে দেখা যায়, রণবীর সিংকে একটি ক্রিকেট ব্যাট দিয়ে মারছেন দীপিকা। ক্যাপশনে রণবীর লিখেছেন, ‘আমার রিল ও বাস্তব জীবনের গল্প’। সেই ভিডিওটিতে প্রচুর প্রতিক্রিয়াও দিয়েছেন অভিনেতা-অভিনেত্রীর বন্ধু এবং অনুরাগীরা। ইতিমধ্যেই বহু মানুষও দেখে ফেলেছেন মজার সেই ভিডিওটি।

সম্প্রতি '৮৩' ছবির শুটিংয়ে যোগ দিতে লন্ডন পৌঁছেছেন দীপিকা। ছবিতে রনবীরকে দেখা যাবে ভারতের কিংবদন্তী ক্রিকেটার কপিল দেবের চরিত্রে। আর স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন দীপিকা পাডুকোন। তার চরিত্রের সম্পর্কে দীপিকা বলেন, ‘আমি খুব খুশি যে কবীর আমার কাছে ছবিটি নিয়ে এল। আমি অন্য কাউকে ভাবতে পারিনা কপিলের চরিত্রে। তবে যদি রণবীরের জায়গায় অন্য কেউও অভিনয় করত তাও আমি আমার কাজটা ঠিক ভাবেই করতাম।’

প্রসঙ্গত, কবীর খান পরিচালিত '৮৩' ছবিটি ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের জয়ের পটভূমিকায় তৈরি হতে চলেছে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর ১০ এপ্রিল। এর আগে একাধিক ছবিতে একত্রে অভিনয় করেছেন রণবীর-দীপিকা। তাদের জুটিকে সাদরে গ্রহণও করেছেন দর্শকরা। বাজিরাও মাস্তানিই হোক বা রামলীলা, রণবীর-দীপিকা মানেই হিট ছবি। তাই '৮৩' ছবিতেও দু'জনের রসায়ন দেখার অপেক্ষায় ভক্তরা।

Bootstrap Image Preview