নোয়াখালীর চাটখিলে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে শাহরিয়ার রোকন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বদলকোর্ট গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বুধবার (১২ জুন) এ ঘটনায় নির্যাতিত ওই তরুণী চাটখিল থানায় একটি মামলা করেন। শাহরিয়ার রোকন বদলকোর্ট গ্রামের হানিফ ভূইয়া বাড়ির লিটনের ছেলে।
তরুণী ভাষ্য মতে, তার সঙ্গে রোকনের চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। রোকন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৮ সালের ৬ নভেম্বর ধর্ষণ করে। পরে একই কায়দায় তাকে একাধিকবার ধর্ষণ করে। তিনি বিয়ের জন্য চাপ দিলে রোকন নানা টালবাহানা করতে থাকে। গত মঙ্গলবার রাতে রোকন তরুণীকে তার ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে রোকনকে আটক করে চাটখিল থানায় খবর দেয়।
নোয়াখালী জেনারেল হাসাপাতালের আবাসিক মেডিক্যাল অফিসারের দায়িত্বে থাকা ডা. এস কে দেবনাথ বলেন, গতকাল ওই তরুণীর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি পরীক্ষার জন্য বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ পরীক্ষাগারে পাঠানো হবে।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।