Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে ব্যাংক কর্মকর্তাদের সাথে ওসি’র মতবিনিময়

জাকির হোসেন বাদশা, মতলব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৮:৩২ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৮:৩২ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৭ টি শাখার ম্যানেজারদের সাথে ঈদ পূর্ববর্তী ও ঈদের ছুটিকালীন ব্যাংকের নিজস্ব ও গ্রাহকদের নিরাপত্তা এবং সার্বিক আইন শৃংখলার বিষয়ে মতবিনিময় সভা করেছেন থানার অফিসার ইনচজার্চ (ওসি) মোঃ মিজানুর রহমান।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে থানার সার্ভিস ডেলিভারী সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিটি ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনা, সিকিউরিটি গার্ডদের অস্ত্র-গুলি, সিসি ক্যামেরা এবং গ্রাহকদের লেনদেন নির্বিঘ্নে করাসহ নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করা হয়।

এ সময় ব্যাংকের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরার পর অফিসার ইনচার্জ ঈদের ছুটিকালীন ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ও গ্রাহকদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

ওসি মো. মিজানুর রহমান বলেন, ব্যাংকের নিরাপত্তা ও হয়রানিমুক্ত গ্রাহক সেবা জোড়দার করতে হবে। ঈদে যাতে মানুষ নির্বিঘ্নে লেনদেন করতে পারে সে দিকেও লক্ষ্য রাখতে হবে। এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের ছুটির সময়ও ব্যাংকের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে সকল শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্যাংক ম্যানেজারদের মধ্যে বক্তব্য রাখেন- সোনালী ব্যাংক ছেঙ্গারচর বাজার শাখার ব্যবস্থাপক মো. মফিজ উদ্দিন ও জনতা ব্যাংক মোহনপুর শাখার ব্যবস্থাপক আশেস কুমার রায়সহ প্রমুখ ব্যক্তিবর্গরা।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংক ছেঙ্গারচর বাজার শাখার ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন, অগ্রণী ব্যাংক ছেঙ্গারচর বাজার শাখার ব্যবস্থাপক মোঃ রহমত আলী, জনতা ব্যাংক ছেঙ্গারচর বাজার শাখার ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, পূবালী ব্যাংক ছেঙ্গারচর বাজার শাখার ব্যবস্থাপক মির্জা শরীফ, কৃষি ব্যাংক গজরা বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মামুনুল হক, নাউরী বাজার শাখার ব্যবস্থাপক ভোলা নাথ দে, সোনালী ব্যাংক নবীপুর শাখার ব্যবস্থাপক জুবায়ের উল্লাহ, ফরাজিকান্দি নতুন বাজার শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন, মেঘনা ব্যাংক ফরাজিকান্দি শাখার ব্যবস্থাপক রশিদুল হক, জনতা ব্যাংক ষাটনল শাখার ব্যবস্থাপক মনির আহম্মেদ, সুজাতপুর বাজার শাখার ব্যবস্থাপক মোফাখার হোসেন, পদ্মা ব্যাংক সুজাতপুর শাখার ব্যবস্থাপক ইমাম হোসেন, অগ্রণী ব্যাংক নন্দলালপুর শাখার ব্যবস্থাপক শফিউল আলম, সাদুল্লাপুর শাখার ব্যবস্থাপক মাহফুজুর রহমান ও  নিশ্চিন্তপুর শাখার ব্যবস্থাপক মোঃ কাউছার আহমেদসহ প্রমুখ ব্যক্তিবর্গরা।

Bootstrap Image Preview