চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রশাসনের উদ্যোগে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার সুজাতপুর বাজারে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হয়।
ধান ক্রয় কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এ সময় উপজেলা ধান সংগ্রহ কমিটির সদস্যগণ, তালিকাভুক্ত কৃষকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
এ কার্যক্রমের আওতায় সুজাতপুর বাজার থেকে প্রায় ৪৫ মণ ধান সংগ্রহ করে উপজেলা প্রশাসন।