নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যবসায়ী নজরুল ইসলাম ফরহাদকে (৫০) পিটিয়ে জখম ও তার দোকানে হামলা করে মালামাল লুটের ঘটনায় মামলা হয়েছে।
বুধবার রাতে রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল আজাদসহ ৯ জনকে আসামি করে একটি মামলা করা হয়।
এর আগে দুপুরে রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত নজরুল ইসলাম ফরহাদকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত ফরহাদকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।