Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শতাধিক ক্যামেরার আওতায় আসছে চকরিয়া পৌরশহর

রিদুয়ান হাফিজ, চকরিয়া-পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৯:২৯ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৯:২৯ PM

bdmorning Image Preview


সিসি ক্যামেরার আওতায় আসছে কক্সবাজারের চকরিয়া পৌর শহর চিরিঙ্গা (মহাসড়কসহ)। জমজম হাসপাতাল থেকে বাস টার্মিনাল পর্যন্ত লাগানো হবে অন্তত শতাধিক ক্যামেরা।

বুধবার (২৯ মে) বিকাল ৩টার দিকে সিসি ক্যামেরার স্থাপনের লক্ষ্যে চকরিয়া পৌরসভার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

জমজম হাসপাতাল থেকে বাস টার্মিনাল, কোরক বিদ্যাপীঠ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ব্যাংক, মার্কেট, কাঁচা বাজার, থানার চত্ত্বর, উপজেলা চত্ত্বরসহ লাগানো হবে অন্তত শতাধিক ক্যামেরা। ঈদের আগেই শুরু হবে ক্যামেরা স্থাপন কাজ।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান বলেন, আমরা চকরিয়া পৌর শহরকে সিসি ক্যামেরা আওতায় আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, ফলে কেউ অপরাধ যোগ্য কাজ করার সাহস করবে না। এছাড়া সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করবে চকরিয়া ইউএনও অফিস ও চকরিয়া থানা।

Bootstrap Image Preview