প্যারাগুয়েতে ভারী বর্ষণজনিত বন্যায় হাজার-হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এরই মধ্যে ৭০ হাজার লোক প্যারাগুয়ে নদীর ভেঙে পড়া তীরের কাছে আশ্রয় নিয়েছে।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত এভাবে চলতে থাকলে রাজধানী তলিয়ে যাওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে।
বন্যাদুর্গত এক ব্যক্তি জানান, সেখানে পানির স্তর কোথাও কোথাও সাত মিটার উঁচুতে উঠে গেছে। গ্রাসিয়েলা একোস্টা নামে এক প্রতিবেশী জানান, তিনি তার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।
তিনি বলেন, মেয়েকে নিয়ে এখন তিনি সীমান্ত পাড়ি দিয়ে আর্জেন্টিনা যাওয়ার চেষ্টা করছেন। একোস্টা বলেন, আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। এটা আমার জন্য অত্যন্ত কঠিন সময়। বন্যার কারণে আমি আমার সবকিছু নিয়ে অন্যত্র চলে যাচ্ছি।
তিনি আরও বলেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বন্যাটা যেন শেষ হয়ে যায়। এতে আমার অনেক টাকার ক্ষতি হয়েছে।