পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফেনী জেলার ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নের প্রায় ৬০০পরিবারের মাঝে এই ইফতার বিতরন করা হয়। প্রতিটি পরিবারকে পুরো এক মাসের ইফতার সামগ্রী বিতরন করতে পেয়েছে বলে জানান যায়।
সৌদি আরবস্থ ফেনী ফোরামের সভাপতি নরুল আনোয়ার বলেন, আমরা রমজানের শুরু থেকে আমাদের ফেনী জেলার ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়ন থেকে আমাদের প্রতিনিধি মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে এমন কিছু পরিবার খুঁজে নিতে সক্ষম হয়েছি যে যাদের পরিবার উপার্জন করার মত কেও নেই। যারা কিনা শারিরীক ভাবে অক্ষম কিংবা প্রতিবন্ধি। যারা অন্যের দানের আশায় বসে থাকে এমন কিছু পরিবার আমরা পুরো জেলা থেকে খুঁজে তালিকা করি।
ফোরামের সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলামের নেত্বত্বে প্রতিনিধি টিমের মাধ্যমে জেলার প্রতিটি উপজেলায় ইফতার সামগ্রী বিতরন কার্যকম পরিচালনা করা হয়ে থাকে।
ফোরামের সভাপতি বলেন, এই ইফতার সামগ্রী বিতরন করার জন্য সৌদি আরবে অবস্থানরত ফেনী জেলার সন্তানরা সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সকল সদস্যগনের ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলো বৃহৎ পরিমানে পরিণত হয়েছে। তাই আমরা এই বৃহৎ পরিমানে প্রায় ৬০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করতে সক্ষম হয়েছি।
ফোরামের সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম জানান, গত ২০১৪ সাল থেকে ফেনী জেলার অবহেলিত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য কাজ করে থাকে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম।
তিনি জানান, গত রমজানে ও জেলার ৬টি উপজেলায় ৬ শতাধিক অসহায়ের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল।