Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, অক্টোবার ২০২৪ | ২৮ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 লাশ মিলল বান্দরবানের সেই আ’লীগ নেতার

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৪:১৯ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৪:১৯ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


বান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতা চ থোয়াই মং মার্মার লাশ পাওয়া গেছে।

শনিবার (২৫ মে) অপহরণের ৪দিনের মাথায় দুপুরে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জর্দান পাড়া এলাকার গহীন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে রাজবিলা ইউনিয়নের জর্দান পাড়া এলাকার গহীন জঙ্গলে স্থানীয়রা চথোয়াই মং মার্মার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

 

এ বিষয়ে অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে আমাদেরকে খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে অপহৃত আওয়ামীলীগের নেতা চ থোয়াই মং মার্মার লাশটি উদ্ধার করি। 

উল্লেখ্য, গত বুধবার রাত ৯ ঘটিকার সময় কয়েক জন অস্ত্রধারী সন্ত্রাসী চ থোয়াই মং মার্মাকে তার খামার বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

Bootstrap Image Preview