রাজধানীর বাহারী ইফতারিতে নজর কাড়ে রোজাদারের। কিন্তু বাহারী রঙ্গের এই ইফতারের স্বাদ অনেকটা অনুপস্থিত থাকে রাজধানীর বেশিরভাগ সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যে। সারাদিন রোজা থেকে সুবিধাবঞ্চিতদের বেশিরভাগই ইফতার করে একটু লেবুর শরবত কিংবা সাদা পানি দিয়ে। এটাই যেন তাদের নিত্য রুটিন। সুবিধাবঞ্চিত মানুষরাও যেন অন্তত একবেলা মুখরোচক খাবারে ইফতার করতে পারেন, সেজন্য সুবিধাবঞ্চিতদের সাথে মুখরোচক ইফতারের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে-'লক্ষ্মীপুর আইন ছাত্র পরিষদ'।
শুক্রবার (২৪ মে) রাজধানীর রবীন্দ্র সরোবরে ব্যতিক্রমী এই ইফতারের আয়োজন করে সংগঠনের সদস্যরা।
এই আয়োজনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আইন ছাত্র পরিষদ'র অন্যতম পরামর্শক এডভোকেট একিউএম আলাউদ্দিন পাঠান (আনন্দ), প্রতিষ্ঠাতা সভাপতি তাহমীম মহিমা বাঁধন, সহ-সভাপতি মিরাজ মুন্না, তানভীর তারেক, সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক নাহিদ হোসেন, তানভীর আজিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
শুধু আইন পেশায় আবদ্ধ থেকে নয়, বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে নিজেদের কিভাবে নিযুক্ত করা যায়, সেই চিন্তা থেকে লক্ষ্মীপুরের কয়েকজন শিক্ষানবিশ আইনজীবী সংগঠনটি গড়ে তোলেন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের সরব রেখেছে সংগঠনের সদস্যরা। ভবিষ্যতেও সামাজিক কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় এই সংগঠনের প্রতিটি সদস্যের।
সামাজিক কার্যক্রম সম্পর্কে লক্ষ্মীপুর জেলা আইন ছাত্র পরিষদ'র সভাপতি মহিমা বাঁধন বলেন, আইন ছাত্র পরিষদের মাধ্যমে লক্ষ্মীপুরের আইন শিক্ষার্থীরা উপকৃত হবে। এই পরিষদের মাধ্যমে লক্ষ্মীপুরের জনগণ আইন বিষয়ে প্রাথমিক সহায়তা পাবে বলে আমরা বিশ্বাস করি। আমি লক্ষ্মীপুর এর সকল আইনের শিক্ষার্থীদের এই পরিষদে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।
লক্ষ্মীপুর জেলা আইন ছাত্র পরিষদ'র সাংগঠনিক সম্পাদক তানভীর নবী রাফি বলেন, আমি মনে করি এই পরিষদ লক্ষীপুরের আইনের শিক্ষার্থীদের জন্য অক্সিজেন স্বরূপ কাজ করবে।
উল্লেখ্য, গত ২২ জুন আনুষ্ঠানিকভাবে 'লক্ষ্মীপুর জেলা আইন ছাত্র পরিষদ'র আত্মপ্রকাশ ঘটে। লক্ষ্মীপুর জেলা আইন ছাত্র পরিষদ লক্ষ্মীপুরের আইন বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের একটি সংগঠন।