লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মো. সোলায়মান নামে একজনকে আটক করছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়েছে।
সোলায়মানের কাছে থাকা তার ব্যবহৃত মোবাইল ফোনে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়ায় লক্ষ্মীপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটকৃত সোলায়মান সদর উপজেলার ভবানীগঞ্জের আবদুল করিমের ছেলে।
সোলায়মান প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করে বলেন, ২৫ হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র মোবাইল ফোনে পাঠিয়েছে জাহিদ নামে তার এক সহযোগী।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, মোবাইল ফোনে প্রশ্নপত্রের আলামত পাওয়ায় সোলায়মান নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। কিভাবে তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রশ্ন আসল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।