মতলব উত্তরের ৫নং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মমিন আলী দেওয়ানের স্ত্রীর হাতে নগদ ৩ লাখ ৯ হাজার ৭৬৫ টাকা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ মে) সকালে উপজেলা সুজাতপুর বাজারস্থ আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কার্যালয়ে টাকা প্রদান করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
মরহুম মমিন আলী দেওয়ান বেঁচে থাকাকালীন এডিপি প্রকল্পের আওতায় একটি প্রকল্প বাস্তবায়ন করেছিলেন। ওই কাজের বিল বাকি ছিল ৩ লাখ ৯ হাজার ৭৬৫ টাকা।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুলের পরামর্শক্রমে উক্ত বিলটি দ্রুত পরিশোধ করে উপজেলা পরিষদ।
তিনি মরহুম মমিন আলী দেওয়ানের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারবর্গের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লা প্রধান, দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা চেয়ারম্যান এর পিএ আবুল খায়েরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।