Bootstrap Image Preview
ঢাকা, ২২ শনিবার, জুন ২০২৪ | ৮ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৬৮ বছর বয়সী বিল মুরেকে বিয়ে করছেন সেলেনা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১১:০৩ AM
আপডেট: ২২ মে ২০১৯, ১১:০৩ AM

bdmorning Image Preview


বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী পাত্র হিসেবে বেছে নিয়েছেন ৬৮ বছর বয়সী হলিউড অভিনেতা, কমেডিয়ান ও লেখক বিল মুরেকে।

৭২তম কান উৎসবে হাজির হয়েছিলেন সেলেনা গোমেজ। সঙ্গে ছিলেন ‘দ্য ডেড ডোন্ট ডাই’ এর অভিনেতা বিল মুরে। বিখ্যাত নির্মাতা জিম জারমুশের এই ছবিতে অভিনয় করেছেন বিল মুরে ও সেলেনা গোমেজ। মূলত ছবির প্রচারণার জন্যই তারা হাজির হন সেখানে। তবে তাদের চলাফেরা ও চাহনিতে ছিল বাড়তি কিছু। উৎসবের লালগালিচায় হাতে হাত রেখে হাঁটার পাশাপাশি একে অপরকে চুমুও দিয়েছিলেন প্রকাশ্যে। বয়সের পার্থক্যের জন্য অনেকে সেটি এড়িয়ে গেলেও খোদ সেলেনা জানালেন প্রেমের সত্যতা।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে সেলেনা লিখেন, ‘প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে এলাম। পুরো টিমের সঙ্গে ছবিটির (ডেড ডোন্ট ডাই) প্রদর্শনীতে অংশ নেওয়া ছিল বিশেষ কিছু। যাই হোক বিল মুরে ও আমি বিয়ে করতে চলেছি।’

সেলেনার এমন বোমা ফাটানোর পর রীতিমত সারা বিশ্বের সংবাদ মাধ্যমে স্থান করে নেয় বিল মুরের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ের আলোচনা। এদিকে সেলেনার সাথে সম্পর্কের কথা স্বীকার করেছেন বিল মুরে নিজেও। সত্যিই কি বিয়ে করতে চলেছেন তারা? নাকি ‘ডেড ডোন্ট ডাই’ এর দিকে বিশ্বব্যাপী দর্শকের মনযোগ নিতেই এমন আলোচনা তুলছেন সেটা সময়ই বলে দিবে।

Bootstrap Image Preview