হন্ডুরাসে উড্ডয়নের পরপরই একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ পাঁচ বিদেশি নিহত হয়েছেন।
শনিবার (১৮ মে) রোয়াতান দ্বীপ থেকে পাইপার পিএ-৩২-২৬০ বিমানটি যাত্রা শুরু করার পরই সাগরে বিধ্বস্ত হয়।
রোয়াতান দ্বীপ হন্ডুরাসের আটলান্টিক উপকূলের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।
নিহতরা কোন দেশের নাগরিক তা নিয়ে পরস্পরবিরোধী ভাষ্য দিয়েছেন দেশটির কর্মকর্তারা। সশস্ত্র বাহিনীর মুখপাত্র হোসে দোমিংগো মেজা জানিয়েছেন, নিহত চার জন যুক্তরাষ্ট্রের নাগরিক ও অপরজনের জাতীয়তা নির্ধারণের পর্যায়ে আছে।
কিন্তু স্থানীয় জরুরি বিভাগগুলো প্রাথমিকভাবে জানিয়েছিল, নিহতদের চার জন কানাডার নাগরিক ও অপরজনের জাতীয়তা অজ্ঞাত। তবে স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলেনি।
বিমানটি রোয়াতান থেকে ৮০ কিলোমিটার দূরের বন্দর শহর ত্রুহিওর উদ্দেশ্যে রওনা হয়েছিল।