Bootstrap Image Preview
ঢাকা, ১৯ বুধবার, জুন ২০২৪ | ৪ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভালো আছেন এটিএম শামসুজ্জামান, খাচ্ছেন স্বাভাবিক খাবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০২:২৫ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ০২:২৫ PM

bdmorning Image Preview


রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান। তার শারীরিক অবস্থান কিছুটা উন্নতি হয়েছে। আগে তাকে নলের মাধ্যমে খাবার খাওয়ানো হতো। তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন।

এই বিষয় এটিএম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সালেহ জামান বলেন, এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল গণমাধ্যমের কাছে জানিয়েছেন, আমাদের বাবা এখনো ভালো আছেন। তাই দয়া করে তাকে নিয়ে আর গুজব ছড়াবেন না।

এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে।

দুই সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামান। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত শনিবার তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।

গুণী এ অভিনেতা ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার ও গল্পকার।

অভিনয়ের জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পেয়েছেন।

Bootstrap Image Preview