Bootstrap Image Preview
ঢাকা, ১৯ বুধবার, জুন ২০২৪ | ৪ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘অপু’ হতে গিয়েও ব্যর্থ ঢালিউড সুপারস্টার আরেফিন শুভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৫:৫৯ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ০৫:৫৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


টালিউড ইন্ডাস্ট্রির নির্মাতা শুভ্রজিত মিত্রের নতুন সিনেমা ‘অভিযাত্রিক’। এই সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের নায়ক আরেফিন শুভ’র। তবে ভিসা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটি করা হচ্ছে না ঢালিউড এই হিরোর।

কিছুদিন আগে বাংলাদেশের ফেরদৌস ও নূর পশ্চিমবঙ্গে সেই দেশের কোন একটি বিশেষ দলের নির্বাচনী প্রচারে অংশ নিলে তৈরি হয় জটিলতার। ধারণা করা হচ্ছে, এই জতিলতার কারণেই বাংলাদেশি অভিনেতা দের ভিসা পেতে সমস্যা হচ্ছে।

জানা জায়, সিনেমাটিতে অপু বাদেও আরও বেশ কিছু প্রধাণ চরিত্র রয়েছে। সেগুলো হল- অপর্ণা, দুর্গা ও রাণুদি।

প্রসঙ্গত, সত্যজিত রায় ‘অপু ট্রিলজি’ শেষ করেছিলেন ‘অপুর সংসার’ দিয়ে। আর পরিচালক শুভ্রজিত শেষ থেকেই শুরু করতে যাচ্ছেন ‘অভিযাত্রিক’। আর এই সিনেমার মাধ্যমেই ষাট বছর পর বাঙালি দর্শকরা আবার ফিরে পেতে চলেছেন তাদের প্রিয় ‘অপু’ চরিত্রকে।

Bootstrap Image Preview