কলম্বিয়ার রাজধানী বোগোটার একটি কারখানায় বিস্ফোরণে অন্তত নিহত হয়েছে ৪ জন। এই ঘটনায় আহত হয়েছে ১৭ শিশুসহ ২৯ জন। খবর- এএফপি’র।
শুক্রবার (১০ মে) দুপুর বেলা ১ টা নাগাদ কারখানায় এ বিস্ফোরণ ঘটে। কারখানাটিতে তেজো বা তারমেক নামে পরিচিত স্থানীয় বাজি খেলার জন্য চাকতি বানানো হয়।
এই ধাতব চাকতিটি একটি নির্দিষ্ট টার্গেটে নিক্ষেপ করা হয়, যেখানে গানপাউডার রাখা থাকে। এতে সেখানে বিষ্ফোরণ ঘটে ও আলোড়ন সৃষ্টি হয়। এই বিশেষ খেলার সরঞ্জাম তৈরি হতো এই কারখানায়।
দেশটির দমকল বাহিনীর এই ঘটনায় চার জন মারা যাওয়ার কথা নিশ্চিত করেন। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে দমকল বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে।