Bootstrap Image Preview
ঢাকা, ১৯ বুধবার, জুন ২০২৪ | ৪ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে চুটিয়ে ব্যবসা করছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০১:৫০ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০১:৫০ PM

bdmorning Image Preview


গত শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকার দুটি এবং চট্টগ্রামের একটি সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। জানা গেছে, আজ পর্য‌ন্ত সিনেমাটির তিন কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।

আজকের (৩০ এপ্রিল) অগ্রিম টিকিট দুদিন আগেই শেষ হয়েছে। ছবিটি এরই মধ্যে সারা বিশ্বে ১০ হাজার কোটি টাকারও বেশি আয় করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির প্রতিটি শোতে হলে দর্শক পরিপূর্ণ হচ্ছে। একই চিত্র সিমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সেও ,চট্রগ্রামেও এ সপ্তাহের ছবিটির বেশির ভাগ টিকিট বিক্রি হয়েছে।

স্টার সিনেপ্লেক্সের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান বিভিন্ন মূল্যের ২৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। পাঁচ দিনে ১ কোটি ২০ লাখ টাকার বেশি টিকিট বিক্রি করেছে স্টার সিনেপ্লেক্স।

জানা গেছে, দর্শকের চাহিদার কারণে এই প্রেক্ষাগৃহে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির প্রতিদিন ১৭টি প্রদর্শনী হচ্ছে।

যমুনা ব্লকবাস্টার সিনেমাসের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৪ হাজার ৫২০ জন দর্শক ছবি দেখার সুযোগ পান। সে হিসাবে সাত দিনে ৩১ হাজারের বেশি দর্শক দেখবেন ছবিটি। কর্তপক্ষ জানান ১ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়েছে।

জো রুশো ও অ্যান্টনি রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, স্কারলেট জোহানসন, মার্ক রুফালো, ক্রিস ইভানস, ডস চিডলসহ একঝাঁক তারকা।

মারভেল কমিকসের ভক্তদের জন্য বহুপ্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের শেষ কিস্তি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিটি। মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে আলোচনার শেষ ছিল না। বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহগুলোতে অগ্রিম টিকিট বিক্রির হুলুস্থুল পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ২৬ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি। ঝড় তুলেছে অফিস বক্সে। অবিশ্বাস্য আয়ের রেকর্ড গড়েছে প্রথম সপ্তাহে।

Bootstrap Image Preview