Bootstrap Image Preview
ঢাকা, ২৩ রবিবার, জুন ২০২৪ | ৯ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রচিন্তা'র ফেসবুক পেইজ ও এডমিনদের আইডিতে সাইবার অ্যাটাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৭:২০ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৭:২২ PM

bdmorning Image Preview
ছবি: রাখাল রাহা ও হাসনাত কাইয়ূম


রাষ্ট্রনৈতিক সংগঠন রাষ্ট্রচিন্তা'র ফেসবুক পেইজ এবং ফেসবুক পেইজের এডমিনদের আইডির উপর সাইবার অ্যাটাক করা হয়েছে। এ ঘটনায় রাষ্ট্রচিন্তার ফেসবুক পেজ ক্ষতিগ্রস্থ না হলেও এডমিনদের মধ্যে রাষ্ট্রচিন্তার সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ূম ও রাষ্ট্রচিন্তার সদস্য মাহবুবুর রহমানের আইডি খোয়া গেছে।

এসময় লেখক, সম্পাদক ও রাষ্ট্রচিন্তার সদস্য রাখাল রাহার আইডিওি আক্রমণের শিকার হয়। তবে অনেক চেষ্টার পর রাখাল রাহার আইডি ঠিক করা হয়েছে বলে জানা যায়। গতকাল ২৪ এপ্রিল  রাতে এ সাইবার অ্যাটাক হয়।

জানা যায়, প্রথমে আইনজীবী হাসনাত কাইয়ূম, মাহবুবুর রহমান ও লেখক রাখাল রাহার পুর্বের আইডির তথ্য ঠিক রেখে ফেইক আইডি খোলা হয়। সেই ফেইক আইডি থেকে বিভিন্ন জনের কাছে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো হয়। পরবর্তীতে মুল আইডি গুলো আর পাওয়া যায়নি।

এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ জানানো হয়েছে রাষ্ট্রচিন্তার ফেসবুক পেজ থেকে।

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ূম বলেন, গতকাল রাতে আমার নামে কে বা কারা ফেইক আইডি খুলে আমার পরিচিতদের ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠায়। পরে অবশ্য সেই ফেইক আইডিতে রির্পোট করে ডিজেবল করা হয়। তবে এর কিছুক্ষণ পরে আমার নিজের আইডিতে সাইবার অ্যাটাকের শিকার হয়। গতকাল রাত ১০টা পর তেকে এখন পর্যন্ত আমার ফেসবুক আইডি ডিজেবল হয়ে আছে।

এই বিষয়ে লেখক, সম্পাদক ও রাষ্ট্রচিন্তার সদস্য রাখাল রাহা বলেন, "একটা ন্যায়ভিত্তিক, মানবিক ও গণক্ষমতাতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন আজ বিস্তৃত হচ্ছে তা এ ধরণের হীন তৎপরতা পরিচালনার মাধ্যমে থামানো যাবে না। আমাদের মানুষের জন্য, আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল হওয়া ছাড়া বিকল্প নাই।

Bootstrap Image Preview