দক্ষিণাঞ্চলের লোকগাঁথা অবলম্বনে হৃদি হক এর পুনর্কথন ও নির্দেশনায় নাগরিক নাট্যাঙ্গন প্রযোজনা 'গহর বাদশা ও বানেছা পরী’ আগামীকাল ১৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় সেগুনবাগিচাস্থ বাংলাদেশ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে।
উজিরের চক্রান্তে গিলামাইট বনে গহর বাদশার দুর্দশা ও বানেছা পরীর সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকটির গল্প।
প্রযোজনাটির মঞ্চ পরিকল্পনা করেছেন সাজু খাদেম, আবহ সঙ্গীত পরিকল্পনা, সুর ও সংগীত করেছেন কামরুজ্জমান রনি; আলোক পরিকল্পনা ঠান্ডু রায়হান; নৃত্যভঙ্গি পরিকল্পনায় ওয়ার্দা রিহাব, পোশাক পরিকল্পনায় রয়েছেন মাহমুদুল হাসান মুকুল; কোরিওগ্রাফি পরিকল্পনা করেছেন হৃদি হক, সুমন আহমেদ; আবহ সঙ্গীত প্রক্ষেপনে আছেন বর্ণ বাদল; আলোক প্রক্ষেপনে জয়নাল আবেদিন পবন।
বিশাল ক্যানভাসের গহর বাদশা ও বানেছা পরীতে অভিনয় করছেন হৃদি হক, হাবিব বাহার, জুয়েল জহুর, সুমন আহমেদ, শামিম আহমেদ, আসিব চৌধুরী, সুতপা বড়ুয়া, বিশ্বজিৎ ধরসহ প্রায় ৬০ জনের একটি দল।
উল্লেখ্য, নাগরিক নাট্যাঙ্গন ইন্সটিটিউট অফ ড্রামাতে নতুন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগ: ০১৭৮২৫৮২৭৭১ জুয়েল জহুর (কোর্স কো-অর্ডিনেটর)।