একগুচ্ছ নতুন ফিচারসহ নতুন ডিজাইনে এলো সুজুকির জনপ্রিয় ক্রুজার বাইক ইনট্রুডার। এই বাইকটি সম্প্রতি ভারতে অবমুক্ত করা হয়েছে। দাম ১.৮ লাখ রুপি। আগের থেকেও আরামদায়ক সফরের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নতুন বাইকটিতে।
নতুন মেটালিক ম্যাট টাইটেনিয়াম সিলভার রঙে লঞ্চ হয়েছে এই ক্রুজার মোটরসাইকেল। নতুন ইনট্রুডার বাইকে যোগ হয়েছে একগুচ্ছ নতুন ফিচার। এলইডি পজিশন লাইটের সঙ্গে থাকছে প্রোজেক্টার হেডল্যাম্প।
এছাড়াও থাকছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি টেলল্যাম্প, শার্প টুইন এক্সহস্ট, টুইন সিট সেট আপ, বাকেট স্টাইল সিট। থাকছে অ্যালয় হুইল, ডিস্ক ব্রেক আর সিঙ্গেল চ্যানেল এবিএস।
ইঞ্জিন বিভাগে নতুন ইনট্রুডার মোটরসাইকেলে পরিবর্তন হয়নি। আগের মতোই বাইকটিতে আছে ১৫৪.৯ সিসির ইঞ্জিন। সুজুকি জিক্সার মোটরসাইকেলে একই ইঞ্জিন ব্যবহার হয়। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৪ বিএইচপি শক্তি এবং ১৪ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। বাইকটিতে থাকছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।