দুই বাংলার জনপ্রিয় দুই তারকা সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তী। 'গুণ্ডি' নামের একটি চলচ্চিত্রে একসঙ্গে পর্দায় হাজির হবেন তারা। বর্তমানে কক্সবাজারে আছেন তারা।
ইতিমধ্যে লন্ডনের পাঁচটি শহরে ‘গুণ্ডি’র প্রথম অংশের শুটিং ধারণ করা হয়েছে। আগামী বুধবার (২৭ মার্চ) থেকে কক্সবাজারে শুরু হচ্ছে ছবিটির দৃশ্যধারণ।
জানা যায়, শুটিংয়ে অংশ নিতে ২৫ মার্চ দিবাগত রাতে ঢাকায় এসে পৌঁছান সব্যসাচী। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বিমানপথে কক্সবাজার উড়ে যান তিনি। এতে সুবর্ণা মুস্তাফা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান।
‘গুণ্ডি’র চিত্রনাট্য লিখেছেন রেজা আরিফ। এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন লন্ডনে বসবাসরত বাঙালিকন্যা ফিওনা। মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দুই নারী-পুরুষের গল্প নিয়ে এগিয়ে যাবে গুণ্ডির কাহিনী। অবসরে থাকা এই বয়সী নারী-পুরুষের সম্পর্ক কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেন, এসব বিষয় উঠে আসবে ছবিতে।