Bootstrap Image Preview
ঢাকা, ১৮ মঙ্গলবার, জুন ২০২৪ | ৪ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসলাম ধর্ম গ্রহণ করে আমি সম্মানিত হয়েছি: মার্কিন সঙ্গীতশিল্পী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ১০:৫১ AM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ১০:৫১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সম্প্রতি মার্কিন সঙ্গীতশিল্পী ও গীতিকার ডেলা মাইলস ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন। তুরস্কেরে একটি কনসার্টে অংশ নেওয়ার পর তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, ইসলাম ধর্ম গ্রহণ করে আমি সন্মানিত হয়েছি। আল খালিজ অন লাইন।

সূত্র থেকে জানা যায়, কালেমা তাইয়েবা ও কালেমা শাহাদাত পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ডেলা মাইলস প্রয়াত মার্কিন সঙ্গীত তারকা ও নৃত্যশিল্পী মাইকেল জ্যাকসন ও আরেক আমেরিকান সঙ্গীতশিল্পী হুইটনি হিস্টনের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন।

মার্কিন সঙ্গীতশিল্পী ডেলা মাইলসের অফিসিয়াল ফেসবুক একাউন্টে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মাইলস ইস্তানবুলের বিখ্যাত সুলতান আহমেদ মসজিদের ভিতরে হিজাব পরে ঘোরাফেরা করছেন।

সূত্রে আরো জানা গেছে, ডেলা মাইলস গত কয়েক বছর ধরে ইসলাম নিয়ে পড়াশোনা অব্যাহত রেখেছিলেন। ইসলামের পূর্ণাঙ্গ রূপ ও ধারণা পেতে চেষ্টা করে যাচ্ছিলেন। এই প্রচেষ্টায় ইসলামের প্রতি মুগ্ধ ও হৃদয়-মথিত হয়ে তিনি খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন।

এ বিষয় ডেলা মাইলস জানান, ইসলাম ভালবাসা ও সহনশীলতার ধর্ম। মুহাম্মাদ (সা.) সম্মন্ধে জ্ঞান অর্জন আমার নিকট খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কসম! ইসলাম ধর্ম গ্রহণ করে আমি সম্মানিত হয়েছি।

Bootstrap Image Preview