Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বামীর সঙ্গে 'বিচ্ছেদ' নিয়ে মুখ খুললেন মাহিয়া মাহি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সিনেমায় পাড়ায় তারকাদের বিয়ে-বিচ্ছেদ হরহামেশাই শোনা যায়। তার মধ্যে কিছু ঘটনা সত্য হয়ে প্রকাশ্যে আসে, আবার কিছু ঘটনা গুঞ্জন হয়েই থেকে যায়। তবে কয়েক দিন ধরে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে, স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার সংসার জীবন ভালো যাচ্ছে না। পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করার পর মাহিকে নিয়ে আলোচনা নতুনমাত্রা পায়। বিয়ের ছবি, গায়েহলুদের ছবি, মধুচন্দ্রিমার ছবি ফেসবুকে ছাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যেত।

এই দম্পতি যেখানে যেতেই সেখানকার যুগল ছবি তুলে ফেসবুকে দিতেন। রোমান্টিক স্ট্যাটাস দিয়ে জানান দিতেন দাম্পত্য জীবন সুখেই কাটছে। কিন্তু সম্প্রতি হঠাৎ চুপসে গেছেন মাহিয়া মাহি। গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন না। স্বামীকে নিয়ে কোনো ছবি দিচ্ছেন না ফেসবুকে। চলচ্চিত্রপাড়ায় তার কোনো পদচারণা নেই। তবে কি বিষয়টি সত্যি?

সেই গুঞ্জনের ডালপালাও ছড়াতে থাকে সমানতালে। তবে বিষয়টি আর বাড়তে দিলেন না মাহি। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢালিউডের জনপ্রিয় এ নায়িকা। মাহিয়া মাহি বলেন, ‘কিছু মানুষের কাজ গুঞ্জন রটানো। তারা সে কাজটাই করছে। আসলে আমাদের সংসার জীবনে এমন কিছু হয়নি। আমরা একসঙ্গেই থাকছি, একই আছি।’

অপুর সঙ্গে মাত্রই সিলেট ট্যুর শেষ করে ফিরছেন এমনটি জানিয়ে মাহি বলেন, ‘অপুর সঙ্গে আমি এখন (শনিবার) সিলেট থেকে ঢাকায় আসছি। জরুরি এক সংবাদে শুক্রবার সকালে আমরা শ্বশুরবাড়ি গিয়েছিলাম। এখন আমরা ঢাকার পথে।’

বেশ কিছু দিন ধরেই মাহিকে অনেকেই ফোনে পাচ্ছেন না-এ বিষয়ে তিনি বলেন, ‘কই, আপনার সঙ্গে কথা বলছি তো। আপনি পেলেন কিভাবে? আমি অপরিচিত নম্বর থেকে ফোন আসলে সেটা ধরি না। মেসেজ দিয়ে রাখলে তার সঙ্গে পরে যোগাযোগ করার চেষ্টা করি।’

স্বামীর সঙ্গে দ্বৈত কোনো ছবি আগের মতো ফেসবুকে দিচ্ছেন না কেন, এমন প্রশ্নে এই সুদর্শনী বলেন, ‘এটি ঠিক যে, অপুর সঙ্গে এখন খুব একটা ছবি পোস্ট দেয়া হয় না। এর কারণটা একেবারে ব্যক্তিগত, কিছুটা অভিমানেরও।’

স্বামীর সঙ্গে কিছু বিষয় নিয়ে অভিমান চলছে বিষয়টি স্বীকার করে মাহি বলেন, ‘আগে আমি অপুর সঙ্গে ছবি পোস্ট করেছি। অনেক রোমান্টিক স্ট্যাটাস দিয়েছি। কিন্তু অপু এ বিষয়ে খুব একটা আগ্রহী নয়। সে আমাকে নিয়ে তোলা কোনো ছবি খুব একটা ফেসবুকে দেয় না। তেমন রোমান্টিক পোস্টও দেয় না। তাই আমি অপুকে বলেছি- যতদিন তুমি আমার সঙ্গে তোলা ছবি ফেসবুকে দেবে না কিংবা রোমান্টিক পোস্ট দেবে না, ততদিন আমি তোমার সঙ্গে কোনো ছবি ফেসবুকে দেব না। ঘটনা এই।’

চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন জানিয়ে মাহি বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিংয়ের মাধ্যমে শুটিংয়ে ফিরছি। এতে তার বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক।

Bootstrap Image Preview