Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শুক্রবার, জুন ২০২৪ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহীদের সম্মিলিত করলো ডিজিক্যাফে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ১২:০২ AM
আপডেট: ০৬ মার্চ ২০১৯, ১২:০৩ AM

bdmorning Image Preview


বঙ্গ বিডির সৌজন্যে পঞ্চম বারের মত ম্যাগনিটো ডিজিটাল আয়োজন করলো বহুল আলোচিত কমিউনিটি
ইভেন্ট ডিজি ক্যাফে। বঙ্গ বিডি প্রিমিয়াম কন্টেন্টের জন্য একটি প্রিমিয়াম পোর্টাল । বিশ্বের বৃহত্তম বাংলাদেশি
ভিডিওর কন্টেন্ট লাইব্রেরি হিসেবে বঙ্গ ভিডিও কন্টেন্ট দেখার জন্য সবার প্রথম পছন্দ হিসেবে পরিচিত।

ডিজি ক্যাফে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটি অন্যতম ইভেন্ট যেখানে মার্কেটিং ইন্ডাস্ট্রির নামকরা বক্তা ও
স্টেকহোল্ডারগণ তাদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন। ২৪শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এবারের
ইভেন্টটির মূল প্রসঙ্গ ছিল ‘Trends in Video Contents’.

ইভেন্টটির প্রধান আকর্ষণ ছিলেন দেশ ও বিদেশের মার্কেটিং ইন্ডাস্ট্রির বিভিন্ন খ্যাতনামা বক্তা ও
স্টেকহোল্ডারগণ। বক্তাদের মধ্যে ছিলেন পিপলু আর খান বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও লেখক, অ্যাপলবক্স
ফিল্মস, আজিম আদিব, হেড অফ বিজনেস অথবা ডট কমের  ইব্রাহিম মোহাম্মদ, সিনিয়র ম্যানেজার -
বঙ্গ বিডি, আসিফ বিন আজাদ, ইউটিউবার, নিয়ামুল মুকিত আহমেদ।

বিজ্ঞ এই বক্তারা তাদের ডিজিটাল মার্কেটিংয়ে অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ক্রমবর্ধমান ভিডিও কন্টেন্ট-এর
চাহিদা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মার্কেটিংয়ে আগ্রহী নতুনদের পাশাপাশি মার্কেটিং
ইন্ডাস্ট্রির বিশেষ ব্যক্তিরাও ভিডিও কন্টেন্ট দিয়ে কিভাবে ভোক্তাদের আরো বেশি সম্পৃক্ত যায় তা সম্পর্কে
বিশদভাবে জানতে অনুষ্ঠানে যোগদান করেন। ইভেন্টটি ডিজিটাল মার্কেটিং-এ আগ্রহীদের ভিডিওমেকিং-এর
বিভিন্ন ট্রেন্ড বুঝতে ও তা ব্যবহার করে আকর্ষণীয় ও উন্নতমানের কন্টেন্ট তৈরিতে সহায়তা ও উৎসাহ
প্রদান করে।
 

Bootstrap Image Preview