Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ডিসেম্বার ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুধু সাব্বিরই নয়, অনেক রথী-মহারথী সেঞ্চুরির ফুল ফুটেছে দেরিতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩২ AM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৪ AM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার চার বছর তিন মাস পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন সাব্বির রহমান। আরো সুনিদিষ্ট করে বলতে চাইলে ওয়ানডে ম্যাচের ৫১ মত ইনিংসে সেঞ্চুরির স্বাধ পেয়েছেন তিনি। তবে জেনে অবাক হবেন সচীন টেন্ডুলকারসহ ক্রিকেট ইতিহাসের অনেক রথী-মহারথীই প্রথম সেঞ্চুরির স্বাদ পেতে এর চেয়ে বেশি ইনিংস খেলেছেন।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরির জন্য সাব্বিরের চেয়ে বেশি ইনিংস খেলেছেন মুশফিক, মাহমুদুল্লাহ ও অলক কাপালিরা। ওয়ানডে অভিষেকের ৮৬তম ইনিংসে প্রথম সেঞ্চুরি দেখা পান। মুশফিক। সময়েই হিসেবে সেটি প্রায় ৬ বছর। মাহমুদল্লাহ প্রথম সেঞ্চুরি দেখা পান ক্যারিয়ারের ৯৭তম ইনিংসে। তাও আবার ২০১৫ সালের বিশ্বকাপের মঞ্চে।

তবে অলক কাপাটি অপেক্ষাটা মুশফিক ও রিয়াদের মতো এতটা লম্বা ছিল না। তিনি প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন ৫৬তম ইনিংসে। তবে সাব্বির বলতেই পারের ব্যাটিং অর্ডারে ৬/৭ নামার কারণে তার অভিষেক সেঞ্চুরির পথটা এতটা দীর্ঘ হয়েছে। ক্যারিয়ারে তার ৫১টি ইনিংসের মধ্যে মাত্র ১৫টি ৩ নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছেন।

চলুন দেখে নিই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সেঞ্চুরির দেখা পেতে কোনে রথী-মহারথীরা কতটি ইনিংস খেলেছেন

ব্যাটসম্যান

অভিষেক

ইনিংস

সাল

স্টিভ ওয়াহ

১৯৮৬

১৬৬

১৯৯৬

অর্জুনা রানাতুঙ্গা

১৯৮২

১৪৪

১৯৯৫

ব্রেন্ডন ম্যাককালাম

২০০২

১০৯

২০০৮

সুনীল গাভাস্কার

১৯৭৪

১০০

১৯৮৮

ইউনুস খান

২০০০

৯৮

২০০৫

মার্ক টেলর

১৯৮৯

৯৪

১৯৯৭

তিলকারত্নে দিলশান

১৯৯৯

৮০

২০০৬

কুমার সাঙ্গাকারা

২০০২

৭৮

২০০৩

শচীন টেন্ডুলকার

১৯৮৯

৭৫

১৯৯৫

অরবিন্দ ডি সিলভা

১৯৮৪

৭৩

১৯৯১

সনাৎ জয়াসুরিয়া

১৯৮৯

৬৩

১৯৯৫

গ্রায়েম স্মিথ

২০০২

৫৭

২০০৫

যুবরাজ সিং

২০০০

৬০

২০০৩

 

Bootstrap Image Preview