Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৬ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অতিরিক্ত যৌন মিলনে হতে পারে জরায়ুমুখ ক্যান্সার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩০ AM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩০ AM

bdmorning Image Preview


জরায়ুমুখে ক্যানসারে আক্রান্ত নারীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। জরায়ুমুখে ক্যানসারে শুধু আক্রান্ত হওয়াই শেষ কথা নয়। এই ক্যানসার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে অনেক নারীকে।

যে কোনো বয়সে নারীরা এই রোগে আক্রান্ত হতে পারেন। তবে ৩৫ থেকে ৫৫ বছর বয়সের নারীদের এই রোগের ঝুঁকি বেশি। এছাড়া ৫০ বছর বয়স্ক বা তার চেয়ে বেশি বয়সের নারীরা এই রোগে আক্রান্ত হতে পারেন। প্রথমে বেশির ভাগ নারী তাদের সমস্যা বুঝতে পারেন না।

জরায়ু ক্যানসারের প্রধান কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)। এছাড়া অবিন্যস্ত ও অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে অস্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত কোষকলার পি-কে টিউমার বলা হয়। এই টিউমার সাধারণ দুই রকমের হয়ে থাকে। বিনাইন বা শিষ্ট টিউমার ও ম্যালিগন্যান্ট বা দুষ্ট টিউমার।

আসুন জরায়ুমুখ ক্যানসারের আরও কয়েকটি বিষয় জেনে নেই।

১. কম বয়সে অর্থাৎ ১৮ বছরের আগে বিয়ে হলে।

২. ঘন ঘন সন্তান প্রসব।

৩. দারিদ্র্য নারীরা এ রোগে বেশি আক্রান্ত হয়। কারণ দারিদ্র্য নারীরা তাদের জরায়ু স্বাস্থ্য সম্পর্কে সচেতন না।

৪. যৌনকর্মীদের জরায়ু ক্যানসার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

৫. স্বামী যদি একাধিক শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) স্ত্রী শরীরে সংক্রামণ হয়ে জরায়ু ক্যানসার হতে পারে।

জরায়ু ক্যানসারের লক্ষণ

১. অতিরিক্ত সাদাস্রাব হওয়া।

২. অনিয়মিত পিরিয়ড।

৩. শারীরিক সম্পর্কের সময় রক্তক্ষরণ।

৪. ওজন হঠাৎ করে অতিরিক্ত বেড়ে যাওয়া বা কমে যাওয়া।

৫. পেটে ব্যথা ও ফুলে উঠা।

জরায়ু ক্যানসারের লক্ষণগুলো জেনে রাখা নারীদের জন্য খুবই জরুরি। এছাড়া যেসব কারণে জরায়ু ক্যানসার হয় তা মেনে চললে একজন নারী নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাবেন। তাই জরায়ু ক্যানসার সম্পর্কে জানুন এবং এ সম্পর্কে সচেতন হন। এছাড়া কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেন।

Bootstrap Image Preview