Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, জানুয়ারী ২০২৫ | ১৩ মাঘ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেঘনায় লঞ্চসহ বিশ যাত্রী নিখোঁজ, চার দিনেও সন্ধান মেলেনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৪৩ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চার দিন আগে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জের মেঘনায়। চার দিন পার হলেও এখনো ট্রলার এবং ২০ শ্রমিকের খোঁজ পায়নি উদ্ধার কাজে নিয়োজিত উদ্ধারকর্মীরা।

আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার কাজ চালায় উদ্ধারকারী দল। এতে যৌথভাবে পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ-বাহিনীর ডুবুরি দল, বিআইডাব্লিউটিএ’র সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। বিআইডাব্লিউটিএ’র প্রত্যয় ও ঢাকা ফায়ার সার্ভিসের অগ্নি শাসক জাহাজ উদ্ধার অভিযান চালায়। নৌবাহিনীর সাইট স্ক্যানার ‘সোনার’ ও ‘হাইড্রোগ্রাফিক সার্ভে’র মাধ্যমে পানির নিচে অবস্থান নির্ণয় করার চেষ্টা করা হয়।

মুন্সিগঞ্জ ডুবুরি দলের উপ সহকারী পরিচালক মোস্তফা মহসিন জানান, আজও ব্যাপক এলাকা জুড়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কোথাও কোনো আলামত পাওয়া যায়নি। আগামীকাল আবার শুরু হবে উদ্ধার তৎপরতা।

অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান জানান, নদীর আড়াআড়িভাবে কয়েক কিলোমিটার জুড়ে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। কিন্তু পজিটিভ কোনো রেজাল্ট আসেনি। ডুবে যাওয়া মাটি বোঝাই ট্রলারটির সারেং পলাতক আছে। ট্রলার ডুবিতে নিখোঁজের ঘটনায় একটি অভিযোগ গজারিয়া থানায় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, টানা তিনদিন সকাল থেকে সন্ধ্যা অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিক ও ট্রলারটি চিহ্নিত করতে পারেনি সংশ্লিষ্টরা। এর আগে মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে চর ঝাপটায় মালবাহী জাহাজের ধাক্কায় জাকির দেওয়ান নামের মাটি বোঝাই ট্রলারটি ডুবে যায়। ঘটনার দিন কোনো উদ্ধারকাজ চালানো হয়নি। বুধবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উদ্ধারকাজ শুরু হলেও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

Bootstrap Image Preview