সাতক্ষীরার কালিগঞ্জের উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামান (৭১) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রবিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুরের নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শেখ ওয়াহেদুজ্জামানের ছেলে শেখ মেহেদী হাসান সুমন জানান, সন্ধ্যায় তার বাবা হঠাৎ অসুস্থতা বোধ করে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান জানান, স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শেখ ওয়াহেদুজ্জামানের। হাসপাতালে পৌঁছানোর পূর্বে সন্ধ্যা ৭টার দিকে অসুস্থবোধ করলে তার ব্যক্তিগত চিকিৎসক হাবিবুল্লাহ্ দেখেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।