Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারীদের নিয়ে বাজে মন্তব্যের জন্য পান্ডে ও রাহুলকে বোর্ডের নোটিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০৩:৩০ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০৩:৩০ PM

bdmorning Image Preview


নারীদের নিয়ে বাজে মন্তব্য করার কারণে হার্দিক পান্ডে ও লোকেশ রাহুলকে শোকজ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ২৪ ঘণ্টার মধ্যে এই ক্রিকেটারের কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়েছে। 

ঘটনার সূত্রপাত ভারতের জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের মধ্য দিয়ে। রবিবারের সেই অনুষ্ঠানে অতিথি হিসেব আমন্ত্রন পেয়েছিলেন পান্ডে ও রাহুলকে। সেখানে দু’জনেই যে ধরনের কথাবার্তা বলেছেন, তা নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা। বিশেষ করে মহিলাদের নিয়ে তাঁদের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ধিক্কৃত। হার্দিক অবশ্য এর পরিপ্রেক্ষিতেই ক্ষমা চেয়েছেন। কিন্তু ক্ষমা চেয়েও জাতীয় দলের অলরাউন্ডার বোর্ডের রোষের মুখ থেকে বাঁচলেন না। রাহুল অবশ্য এখনও কোনও মন্তব্য করেননি।

অনুষ্ঠান সম্প্রচারের পর মহিলাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ার আক্রমণের সামনে পড়েন হার্দিক। হার্দিক অবশ্য টুইট করে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, “কফি উইথ কর্ণ অনুষ্ঠানে আমার বক্তব্যে যদি কেউ আহত হয়ে থাকেন, তবে ক্ষমাপ্রার্থী। আসল ওই অনুষ্ঠানের ধরনই এমন যে নিজেকে সামলাতে পারিনি। তবে কাউকে অসম্মানিত করতে চাইনি। কাউকে আহত করতেও চাইনি। বা কারও আবেগে আঘাত হানতে চাইনি।”

সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের সিওএ প্রধান বিনোদ রাই পিটিআই-কে জানান, ‘আমরা হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে তাদের মন্তব্যের জন্য শো-কজ নোটিস পাঠিয়েছি এবং ২৪ ঘণ্টার মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।’

Bootstrap Image Preview