Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাহিদা পূরণে চালু হচ্ছে আরও ৬টি ভারতীয় ভিসা কেন্দ্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:০১ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১০:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রান্তিক ও দূরবর্তী এলাকাসমূহে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও ভিসাপ্রাপ্তি সহজতর করার লক্ষ্যে আরও ছয় জেলায় ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে। আগামী ৬ জানুয়ারি থেকে ঠাকুরগাঁও ও বগুড়া এবং ১২ জানুয়ারি থেকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় ভিসা আবেদন কেন্দ্রগুলো চালু হতে যাচ্ছে।

আজ বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অংশে নয়টি ভারতীয় ভিসা আবেদন কেনন্দ্র চালু রয়েছে। এই ছয়টি নতুন ভিসা আবেদন কেন্দ্রসহ এই সংখ্যা দাঁড়াল ১৫টিতে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু, সুযোগ-সুবিধা, ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সুদৃঢ় ও ভারত-বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক শক্তিশালী করার জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্কের সহযোগিতায়় ভারতীয় হাই কমিশনের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন নতুন ভিসাকেন্দ্রগুলো।

Bootstrap Image Preview