Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের ক্ষমতাধর ৫০০ মুসলিমদের তালিকায় সালাহ ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০২:১৭ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০২:২৩ PM

bdmorning Image Preview


ইসলাম ধর্মের অনুসারী সালাহ এবার বিশ্বের মুসলিম ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সালাহ। ‘দ্য মুসলিম ৫০০’ নামের যুক্তরাজ্যভিত্তিক এক ওয়েবসাইট বিশ্বের ক্ষমতাধর ৫০ জন মুসলিম ব্যক্তির নাম প্রকাশ করে। সেই তালিকায় ৪৬তম স্থানে জায়গা পেয়েছেন লিভারপুলের গোল্ডেন শু জয়ী।

গেলো মার্চে মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে ১ মিলিয়নের বেশি জনগণ সালাহকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়েছিল বলে ওয়েবসাইটটি উল্লেখ করে। এছাড়া মিশরে বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে অসহায়দের সাহায্য করার প্রসঙ্গটি উল্লেখ করা হয়।

ধর্মকে প্রচণ্ডভাবে ধারণ করেন মোহাম্মদ সালাহ। প্রায়ই মাঠে সিজদারত কিংবা সৃষ্টিকর্তাকে স্মরণ করতে দেখা যায় এই মিশরীয় ফুটবলারকে। এছাড়া কিছুদিন আগে লিভারপুলে গুঞ্জন উঠেছিল ইসরায়েলের তারকা মোয়ানেস ডাবরকে দলে ভোডানোর। ইহুদি মুসলিমদের উপর ইসরায়েলের শোষণ ও নির্যাতনের জন্য লিভারপুলে তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। 

এমনকি ইসরায়েলের তারকা মোয়ানেস ডাবর লিভারপুলে এলে তিনি দল ত্যাগ করবে এমনটি জানিয়েছে একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল জেরুজালেম পোস্ট নামের ইসরায়েলের এক গণমাধ্যম। মূলত সালাহর এমন সিদ্ধান্ত ও ইসলাম ধর্মের প্রতি আনুগত্যে তিনি বিশ্বের মুসলিম ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে জায়গা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview