Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হচ্ছে: সিইসি

বিডিমর্নিং ডেস্ক:
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৫৪ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৫৪ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারাদেশে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। যে সব কেন্দ্রে অনিয়ম হবে সেসব কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

রবিবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

সিইসি কে এম নুরুল হুদা বলেন, সকাল ৮টা থেকে সারাদেশে একযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে এখন পর্যন্ত শান্তিপূর্ণ হচ্ছে। বড় ধরনের কোনো ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, দুই-একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এর মধ্যে নোয়াখালীর পূর্ববাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ফলে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। যে সব কেন্দ্রে অনিয়ম হবে সেসব কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকবে। এ ছাড়া অন্য একটি কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় ছয়জন আহত হয়েছেন।

Bootstrap Image Preview