Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির নিরাপত্তায় নিয়োজিত এএসআইয়ের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:১০ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:১০ PM

bdmorning Image Preview


নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী এবং ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নিরাপত্তায় নিয়োজিত ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির'র (৪০) মৃত্যু হয়েছে। নির্বাচনী গণসংযোগের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়িবহরে দায়িত্বরত অবস্থায় মারা গেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে অসুস্থ অবস্থায়  লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, লোহাগড়ার দবী এলাকায় মাশরাফির গাড়িবহর থাকা অবস্থায় মনির হৃদরাগে আক্রান্ত হন। এ ঘটনার পর হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন মাশরাফি বিন মর্তুজা।

এএসআই মনিরের সহকর্মীরা জানান, প্রায় দুইমাস আগে নড়াইল সদর থানা থেকে মনির জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগদান করেন। তার বাড়ি যশোরের বাঘারপাড়ায়। তার তানহা (৮) নাম এক সন্তান রয়েছে।

Bootstrap Image Preview