Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চার ওসি ও এক ডিসিকে প্রত্যাহারের নির্দেশ দিল ইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৩ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর রমনাসহ চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সেবাষ্টিন রেমাকেও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে। এ ছাড়া চার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনাটি কার্যকরে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারীকে চিঠি পাঠিয়েছে কমিশন।

ইসির সহকারী সচিব নুরনাহার স্বাক্ষরিত এ চিঠি বুধবার পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

চার ওসি হলেন, ঢাকার রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম, নোয়াখালী সোনাইমুড়ী থানার ওসি আবদুল মজিদ, ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি কবির হোসেন।

Bootstrap Image Preview