ফ্লাইট দেরি হলে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমেই এবার সেটি জানা যাবে। এজন্য ভার্চুয়াল ভয়েস অ্যাসিস্ট্যান্টটকে শুধু বললেই হবে যে, ‘হেই গুগল, ফ্লাইটের সময় কি ঠিক আছে?’ বা যেখান থেকে যাত্রা করছেন এবং আপনার গন্তব্যের এয়ারলাইন্সের ফ্লাইটের আপডেট কী আপনি তা প্রশ্ন করেই জানতে পারবেন।
গুগল তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ফ্লাইট ডাটার আগের রেকর্ড পর্যালোচনা করে ফ্লাইট ডিলের পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে মেশিন লার্নিং অ্যালগরিদম। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিশেষ সেবাটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে।
২০১৮ সালের শুরুতেই গুগল ফ্লাইটসে ‘ফ্লাইট ডিলে প্রেডিকশনস’ নামে একটি ফিচার চালু করেছিল গুগল। তবে এটি খুব বেশি তথ্যবহুল ছিল না। এর নিয়ম ছিল- প্রথমে ফ্লাইট নম্বর দিয়ে সার্চ করে ফ্লাইটের অবস্থান বের করা। তবে বেশিরভাগ ব্যবহারকারীই ফিচারটি সম্পর্কে অবগত ছিল না।
তবে এই অ্যাসিস্ট্যান্টটি এবার সব ব্যবহারকারীর জন্য কার্যকর হবে বলে আশা প্রকাশ করছে গুগল।