Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ডিসেম্বার ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজয়

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩৪ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:২০ PM

bdmorning Image Preview


আরিফ চৌধুরী শুভ।।

বিজয় মানে ভালোবাসা

বিজয় মানে হাসি,

বিজয় মানে শিশুর মুখে

নানা রঙের বাঁশি।

 

বিজয় মানে নতুন সুরে

নুতন গানের কলি,

বিজয় মানে ডিসেম্বরের

১৬ তারিখ বলি।

 

বিজয় মানে দু:খ ভুলে

সুখের খাতা খুলি,

বিজয় মানে ধর্ম বর্ণ 

এক পথে সব চলি।

 

বিজয় মানে স্মৃতিসৌধে

জনস্রোতের মেলা,

বিজয় মানে রক্তে লেখা

জীবনের শেষ বেলা।

 

বিজয় মানে মায়ের কোলে

যোদ্ধা ছেলে পাওয়া,

বিজয় মানে বর্গীরা সব

বাংলা ছেড়ে যাওয়া।

 

বিজয় মানে বাবার হাসি

মায়ের কান্না শেষ,

বিজয় মানে লাল সবুজের

স্বাধীন বাংলাদেশ।

বেইলিরোড//১৬/১২/১২.

Bootstrap Image Preview