Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, জুন ২০২৪ | ১০ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৬ ডিসেম্বর জাককানইবিতে বসছে কোর্ট মার্শাল

নিহার সরকার, জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:১৬ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:১৬ PM

bdmorning Image Preview


ভোর হলেই কালো পোষাক পড়া নাট্যকলা বিভাগের একদল ছেলে মেয়ের দুই মাসের অধিক সময়ের সাধনার ফল মাঠে নামানো হবে ১৬ ডিসেম্বর। যার নাম কোর্ট মার্শাল। নাট্যকার এস এম সোলায়মানের ‘কোর্ট মার্শাল’ নাটকটির নতুন রূপে স্ক্রিপ্ট ও নির্দেশনায় ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক মোঃ মাজহারুল হোসেন তোকদার।

নাটকটিতে মঞ্চ হিসেবে ব্যবহৃত হবে ৪০ হাজার স্কয়ার ফিট। এতে দুই শতাধিক অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন। পাশাপাশি ২০জন শ্রমিক অংশ নিবে এর একাধিক দৃশ্যে। আকর্ষণ হিসেবে আরো থাকবে বর্তমান সময়ে ছোট পর্দার আলোচিত মুখ মনোজ কুমার প্রামাণিক কেও । তিনি এই বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষককতা করছেন । এটি বড় আকারের প্রথম এনভায়রনমেন্টাল থিয়েটারের আঙ্গিকে বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হবে। ক্যান্টনমেন্ট এর পরিবেশ সৃষ্টি করে উপস্থাপিত হবে কোর্ট মার্শাল। এছাড়াও বিজয়ের ৪৭ বছর উপলক্ষে ৪৭ ফিট পতাকা প্রদর্শিত হবে নাটকের দৃশ্যে ।

৭ লক্ষাধিক অর্থ ব্যয়ে নাটকটি মঞ্চস্থ হবে বিজয় দিবসের দিন সন্ধ্যা ৬টায় নজরুল বিশ্ববিদ্যালয়ে। এই বিপুল অর্থ সংগ্রহ করতে বেগ পোহাতে হয়েছে নির্দেশককে। নির্দেশক মাজহারুল তোকদার বলেন এর অর্থ সংগ্রহ করতে অনেকের কাছে গিয়েছি কোথাও পেয়েছি কোথাও পাইনি কিন্তু হাল ছাড়িনি । দীর্ঘ এক বছরের চেষ্টার ফল হবে এই কোর্ট মার্শাল। নাটকটির অর্থ ব্যয়ের লক্ষ্যাধিক টাকা শিক্ষার্থীরা নিজেরা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমাদের সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছে। আমার বিশ্বাস এই এনভায়রনমেন্টাল থিয়েটার নতুন প্রজন্মকে দেশপ্রেম নিয়ে কিছু বার্তা দিবে সেই সাথে বিশ্ববিদ্যালয়কেও  নতুন কিছু দিবে। আর তখনই ‘কোর্ট মাশাল’ এর সফলতা আসবে।

নাটকটি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আলোচিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আড্ডা চক্রে। প্রকাশিত হয়েছে ‘কোর্ট মার্শাল’ এর পোস্টার । নাটকটির সার্বিক সহযোগিতায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ ।

Bootstrap Image Preview